No Second Troy Bangla Translation

No Second Troy 

নো সেকন্ড ট্রয় 

Why should I blame her that she filled my days
কেনইবা তাকে আমি দোষ দিবোযে মোর দিনগুলো
With misery, or that she would of late
করেছে বেদনাময়কিংবা যে শিখিয়েছে
Have taught to ignorant men most violent ways,
অবুঝ জনদের নানা জিঘাংসার দিকগুলো
Or hurled the little streets upon the great,
কিংবা যে সরু গলিপথ ঢুকিয়ে দিয়েছি মহানজনদের হৃদয়ে,
Had they but courage equal to desire?
তাদের মাঝেও কি ছিল সমান ইচ্ছে আর উচ্চাভিলাষ?
What could have made her peaceful with a mind
কি বিষয়  রমনীকে করে দিতো শান্তমনা
That nobleness made simple as a fire,
আভিজাত্য তাকে তৈরী করেছে অগ্নিশিখায়,
With beauty like a tightened bow, a kind
রূপ যেন তার ধনুকের ছিলার মতোই টান টান,
That is not natural in an age like this,
ঠিক একবারেই এটা বেমানান ঠেকে আজকের কালে,
Being high and solitary and most stern?
বড়োই নাক উচু নিরিবিলি আর কঠিনমনা সে,
Why, what could she have done, being what she is?
আর  ছাড়া সে নিজে কিইবা করতে বা হতে পারতো
Was there another Troy for her to burn?
অথবা সেখানে কি সে পোড়াতে পারতো আলাদা কোন ট্রয়

শব্দার্থ  সংক্ষিপ্ত টীকা 

Troy - ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তে এখন যে অঞ্চলকে বলা হয় এশিয়া মাইনরএক সময় সেখানে ছিল সমৃদ্ধশালী প্রতাপান্বিতা ট্রয় নামক এক নগরী ঈসা(আঃ) এর জন্মেরও হাজার বছর আগের কথা এই নগরী বিদেশী গ্রীক সেনাদের হাতে ধ্বংসস্তুপে পরিণত হয়েছিলগ্রীক সেনারা নগরী জ্বালিয়ে দিয়েছিল দশ বছর ধরে ট্রয়বাসী আর গ্রীক সেনাদের মধ্যে যুদ্ধ চলেছিলযুদ্ধের প্রধান কারণ ছিল স্পার্টার রানী হেলেনকে অপহরণঅপহরণ করেছিল ট্রয়ের রাজপুত্র প্যারিস
blame দোষারোপ করা
Misery – বিষাদাপন্নবেদনাময়
Voilent way – জিঘাংসা অথবা হানাহানির পথ
hurldকোন কিছু সজোরে ছুঁড়ে দেয়াএখানে জোর করে কোন কিছুর প্রভাব ফেলার কথা বলা হয়েছে
Stern-কঠোরঅদম্যএখানে কঠিনমনা
Tightened bow ধনুকের ছিলার মতো টানটানএখানে মডগনের তীব্র রূপের ছটার কথা বলা হয়েছে রূপকের মাধ্যমে 

কবিতার মূল বিষয়বস্তু 


কবিতাটি কবি ইয়েটস মডগন কে উপলক্ষ্য করে রচনা করেছে অসাধারণ রূপসী এই মডগন যাকে কবি হেলেনের সাথে তুলনা করেছেন এই মডগনের প্রেমে পড়েন কবিমডগন ছিলেন সে সময়ে একজন স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তিত্ব বিশেষ করে সমাজের নানা স্তরে ছিল তাঁর ব্যাপক প্রভাব মডগন কবির সাথে প্রেমে জড়িয়ে পড়লেওশেষে কবিকে প্রত্যাখান করেন সে কবির হৃদয়ে এই প্রত্যাখানের বিষয়টি চরম আঘাত হানে বেদনায় ভরে যায় কবির হৃদয় কবি তাঁর কবিতায় উল্লেখ করেছেনযে রমণী তাঁর হৃদয়কে বেদনায় ভরে দিয়েছে তাকে কোন দোষারোপ করতে চান না তিনি তিনি এই রমণীর অহংকার আর উন্নাসিকতাকে বেমানান বলে উল্লেখ করেছেন তাঁর প্রেমিকা রূপের শিখা দ্বারা নানাস্তরে প্রভাব ফেলতে সমর্থ হয়েছেন নানাস্তরের মানুষকে প্রভাবিত করেছেনসাধারণ মানুষের মাঝে হানাহানির পথ তৈরি করেছেনএই রূপসী আলাদা কোন ট্রয় পোড়াতে না পারলেও ঠিক তেমনি অগ্নি শিখা প্রজ্জ্বলিত করে ছারখার করেছেন কবির হৃদয়জনগণের হৃদয় কবিতার শুরুতেই কবি তার প্রেমিকাকে লক্ষ্য করে উচ্চারণ করেন তার বেদনাভরা উক্তি কবি তার প্রেমিকাকে দোষারোপ না করেও প্রেমিকার কঠিন হৃদয়ের নানা দিক বিশেষ করে তাঁর প্রতারণার নানা কৌশলের উল্লেখ করেছেন কবির প্রেমিকা কবির ভালোবাসা কে প্রত্যাখান করে কবির অন্তঃকরণকে বেদনায় ভরে দিয়েছেন কবির প্রেমিকা মডগন ছিলেন অসাধারণ রূপসী আর সে সময়ের একজন রাজনৈতিক নেত্রী ধারালো এই রমণী যেমন ছিলেন রূপে অদ্বিতীয়া তেমনি রাজনৈতিক কর্মকান্ডে ছিলেন তুখোড় কবি বলছেনএই রমণীরাজনীতির ছত্রছায়ায় সাধারণ জনদের হৃদয়কে হানাহানি আর জিঘাংসার পথে টেনে নিয়ে গেছেন তার আভিজাত্যের মাঝে কাজ করতো এক ধরণের উচ্চাকাংখাসে উচ্চাভিলাষই তাকে করে তুলেছে বড়োই দেমাগী আর অহংকারীকবি বলেছেন এই নারী কোন কিছুতেই স্থির ছিলনাকোন কিছুই তার মাঝে স্থিরতা আনতে পারেনি কবির ভালোবাসাও তাকে শান্ত করতে পারেনি প্রশ্ন তুলেছেনকী বিষয় তাকে শান্ত করতে পারবেকবি বলেছেন  রমণী শুধু তার রূপের অহংকার আর দেমাগী মনোভাবের কারণে একটি আলাদা জগতে অবস্থান করতো  রমণীর মাঝে মমতার বদলে ছিল শুধু উন্নাসিকতাকবি যাকে একেবারেই বেমানান বলেছেনযা  সময়ে একেবারেই খাটেনা তার এই কাঠিন্যতাকে কবি সহজভাবে গ্রহণ করতে পারেননি কবি তার প্রেমিকাকে তুলনা করেছেন স্পার্টার রাণী হেলেনের সাথে হেলেনের কারণে যেমন ট্রয় নগরী ভস্মিভূত হয়েছিল  রমণী অন্য কোন ট্রয় হয়তো জ্বালিয়ে দিতে পারতো আসলে তার এই জ্বালাময়ী রূপশিখা দ্বারা তিনি সব কিছুই যেন ছাই করেছেনকবির অন্তঃকরণও তার এই রূপের বিভায় ভস্মীভূত কবি তাই বলতে চান তার প্রেমিকা তার রূপ শিখা দ্বারা হয়তো আলাদা কোন ট্রয়কে ভস্মীভূত করতে পারে 
Previous Next

نموذج الاتصال

This Template Designed By TechAvit