Shall I compare thee to a summer's day Bangla Summary
কবিতার সংক্ষিপ্ত আলােচনা
১৫৯৫ থেকে ১৫৯৯ সালের মাঝে উইলিয়াম শেকসপিয়ার রচিত ১৫৪টি সনেটের মধ্যে Shall I compare thee to a summar's day" e হয়, ১৫৪টি সনেটের মধ্য থেকে ১২৬টি সনেট সুন্দর এক যুবা পুরুষের উদ্দেশ্যে রচিত হয়। এই সুন্দর যুবার মাঝে ছিল বেশ কিছুটা রমণীসুলভ কোমলতা। এটি আসলেই কানাে যুবকের সৌন্দর্য গাথা কি না এ বিষয়ে সমালােচকগণ এখনাে সন্দিহান।
কবি এখানে তার প্রেমাস্পদের সৌন্দর্য গ্রীষ্মকালের সৌন্দর্যের সাথে তুলনা করতে গিয়ে বলেছেন, গ্রীষ্মের সৌন্দর্য তাে আসলে স্বল্পস্থায়ী, তাঁর প্রেমাস্পদের সৌন্দর্যের সাথে এর তুলনা করা হয়ত যায় না, এমন দ্বিধাযুক্ত বাক্য প্রয়ােগ করেছেন তিনি। কবি বলেছেন, এর চেয়ে আরাে মােহনীয় তাঁর প্রেমাস্পদের রূপসুষমা। কারণ গ্রীষ্মের ঝড়াে হাওয়া সুন্দর ফুলের কুঁড়িদের বিনাশ করে। এর সূর্যালােক বড়াে কড়া আর সৌন্দর্য বেশি দিন স্থায়ী হয় না। মােট কথা, সবকিছুই একসময় না একসময় তার সৌন্দর্য হারায়। প্রকৃতির নিয়মেই পরিবর্তন ঘটে সৌন্দর্যের, কিন্তু কবি
কবি এখানে তার প্রেমাস্পদের সৌন্দর্য গ্রীষ্মকালের সৌন্দর্যের সাথে তুলনা করতে গিয়ে বলেছেন, গ্রীষ্মের সৌন্দর্য তাে আসলে স্বল্পস্থায়ী, তাঁর প্রেমাস্পদের সৌন্দর্যের সাথে এর তুলনা করা হয়ত যায় না, এমন দ্বিধাযুক্ত বাক্য প্রয়ােগ করেছেন তিনি। কবি বলেছেন, এর চেয়ে আরাে মােহনীয় তাঁর প্রেমাস্পদের রূপসুষমা। কারণ গ্রীষ্মের ঝড়াে হাওয়া সুন্দর ফুলের কুঁড়িদের বিনাশ করে। এর সূর্যালােক বড়াে কড়া আর সৌন্দর্য বেশি দিন স্থায়ী হয় না। মােট কথা, সবকিছুই একসময় না একসময় তার সৌন্দর্য হারায়। প্রকৃতির নিয়মেই পরিবর্তন ঘটে সৌন্দর্যের, কিন্তু কবি
বলেছেন, "তােমার রূপের ছটা ম্লান হবে না কখনাে, তুমি যে স্থানে অবস্থান করছ তােমার রূপ নিয়ে তুমি সেখানেই থাকবে, অবস্থার পরিবর্তন হবে না তােমার। মৃত্যু এসেও কেড়ে নিতে কিংবা স্নান করে দিতে পারবে না তােমার সৌন্দর্য, যা আমি আমার সনেটের মাঝে ফুটিয়ে তুলেছি। যতদিন মানুষ পৃথিবীতে অবস্থান করবে, যতদিন থাকবে তার দেখার চোখ, ততদিন সে আস্বাদন করবে এই সনেটের সৌন্দর্য গাথা। আর এই সনেট তােমাকে দেবে অমরত্বের মহিমা। অকৃত্রিম আবেগে পরিপূর্ণ এই সনেটের বাণী। কবির অকৃত্রিমতা সম্পর্কে কোনােই সন্দেহ থাকে না আমাদের সনেটটি পাঠ করার পর। অকৃত্রিম আবেগের ঝরনাধারায় স্নাত এই সনেট। ক্ষণস্থায়ী সৌন্দর্যকে স্থায়ী রূপদানের প্রচেষ্টা অপরূপ মহিমায় মহিমান্বিত হয়ে উঠেছে এই সনেটে।